সাতক্ষীরার সুন্দরবন সীমান্তবর্তী এলাকায় ভারতীয় জলদস্যু বাহিনী ৬ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মামুন্দো নদীর মারডাঙ্গা খাল ও বৈকেরি নদীর সংযোগস্থল সংলগ্ন হরিণটানা খাল থেকে তাদের অপহরণ করা হয়।অপহৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমানের (৩২)। তারা শ্যামনগরের কালিঞ্চি গ্রামের মান্নান বরকন্দাজ ও টেংরাখালীর সামছুর রহমানের ছেলে। বাকি চারজনের নাম জানা না গেলেও নৌকার মালিক কালিঞ্চি গ্রামের মমতাজ ভাঙি মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ সদস্যের সশস্ত্র জলদস্যু দলটি চারটি আগ্নেয়াস্ত্র ও একটি ভারতীয় নৌযান নিয়ে এ হামলা চালায়। প্রথমে সকালে মারডাঙ্গা খাল থেকে দুই জেলেকে অপহরণ করা হয়। পরে দুপুরে হরিণটানা খাল এলাকায় চারটি নৌকা থেকে আরও চারজনকে জিম্মি করে নিয়ে...