ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে খেলা মাঠে গড়াবে কি-না, এই নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত শত অনিশ্চয়তা কাটিয়ে ম্যাচটি মাঠে গড়াতে চলেছে। কিন্তু নির্দিষ্ট সময় থেকে এক ঘণ্টা পর খেলা শুরু হবে। বিভিন্ন সূত্র ধরে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অ্যান্ডি পাইক্রফটই এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। খেলাটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)। এখন এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়)। ম্যাচটির টস হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, সেটি এখন হবে ৭টায়। পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যে মাঠে পৌঁছে গেছে। ম্যাচে অংশ নিতে...