ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার পঁচাত্তরে পা দিয়েছেন। ৭৫ বছর বয়সে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজনীতিবিশ্বে নতুন প্রশ্ন দেখা দিয়েছে— তিনি কি রাজনীতি থেকে অবসর নেবেন নাকি দায়িত্ব পালন অব্যাহত রাখবেন? বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর বয়স নিয়ে বিজেপি ও মিডিয়ায় এই আলোচনা নিয়মিতভাবে উঠে আসছে।বিগত এক দশক ধরে একটি বিতর্ক বারবার দেখা দিয়েছে, সেটি হলো— ৭৫ বছর বয়সের পর নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরে আসা উচিত কি না। ভারতে ২০১৪ সালের সাধারণ নির্বাচনের সময় এই বিষয়টি তীব্রভাবে সামনে আসে। বিজেপির অনেক প্রবীণ নেতা, যেমন লাল কৃষ্ণ আদভানি এবং মুরলী মনোহর যোশী, মোদির প্রার্থিতা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তাদের যুক্তি ছিল, এত বয়সে মোদি প্রধানমন্ত্রীর পদে বসলে তার স্বাধীনতা বা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব পড়তে পারে।তখনই ৭৫ বছর বয়সের বিষয়টি সামনে আসে। দলের...