ঘরোয়া ফুটবল মৌসুমের (২০২৫-২৬) আড়াই মাসব্যাপী দলবদল শেষ হয়েছে গত ১৪ আগস্ট। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ক্লাবগুলো সময় পেয়েছে ৩৫ দিনের মতো। দর্শকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে দুইদিন পরই। শুক্রবার বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। এক ম্যাচের নতুন এই টুর্নামেন্টের এবার দ্বিতীয় আসর। গত মৌসুমের মতো এবারও মৌসুমসূচক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে অংশ নেয় আগের মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। গত মৌসুমে মোহামেডান নিজেদের ইতিহাস গড়েছে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জিতে। ফেডারেশন কাপ জিতেছিল বসুন্ধরা কিংস। এবারের লড়াইটি কিংসের শ্রেষ্ঠত্ব ধরে রাখার ও মেহোমেডানের প্রতিশোধ নেওয়ার। গত বছর এই দুই দলই কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল। নাটকীয় ও...