দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন পদ্ধতিতে ছুটি রয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে মাত্র দুই দিনের ছুটি দেওয়া হয়েছে আবার কোথাও ১২ দিনের ছুটি।চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ দিন ছুটি থাকছে। আর নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৮ দিন এবং কলেজে ছুটি থাকছে ১০ দিন।শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ছুটি দাঁড়াবে ১১ দিন। ৭ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় পুনরায় পাঠদান শুরু হবে।প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিকসরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর...