তিন দফা দাবিতে সারাদেশে সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করবেন তারা। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের খবর- যশোরদুপুর ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে হাইকোট মোড়ে অবস্থান নেন। রাস্তা অবরোধ করে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। এ সময় যশোর পালবাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। বগুড়াদুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে কর্মসূচি শহরের প্রধান সড়কে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পলিটেকনিক ইনস্টিটিউট গেট থেকে মিছিল নিয়ে বনানী লিচুতলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এতে শত শত যানবাহন সড়কের দুই পাশে...