ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ওই নেতার ভাই হাসান আলী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। হাসান আলী কালীগঞ্জের সুন্দরপুর-দুর্গাপূর ইউনিয়ন যুব জামায়াতের আমির বিল্লাল হোসেনের ভাই। তিনি ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় নৈশ প্রহরী পদে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক মিশন আলী বলেন, ‘গত বৃহস্পতিবার উপজেলার কমলাপুর গ্রামে রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের আমির বিল্লাল হোসেন। এ নিয়ে যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে জাতীয়, আঞ্চলিকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। ’ এদিকে দৈনিক কালের কণ্ঠে এই সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের...