১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুই দিনে ৩৯ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৪ (বিএন) আনসার ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে টানেল সার্ভিস এরিয়া থেকে ৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। আনসার ব্যাটালিয়ন জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের সহায়তায় ভাষানচর থেকে পালিয়ে এসেছে। এর আগে, মঙ্গলবার একই এলাকা থেকে আরও ৩১ জন রোহিঙ্গাকে আটক করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। কর্ণফুলী টানেল আনসার ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল বলেন, আটককৃতদের বিষয়ে সেনা ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা...