বাংলাদেশের দুটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিরাট জয় পেয়েছে৷ জাতীয় নির্বাচনের আগে তাদের এই জয় নিয়ে জামায়াতের সম্ভাব্য রাজনৈতিক পুনরুত্থান নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে৷ বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ২৫টির মধ্যে ২০টি আসনে জয়লাভ করেছে৷ এর কয়েক দিন আগেই শিবির সমর্থিত ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮টির মধ্যে ২৩টি আসন জিতেছে৷ এর মধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের মতো শীর্ষ পদও রয়েছে৷ বর্তমানেবাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল অবশ্য নির্বাচনের দিন এ নির্বাচন থেকে সরে দাঁড়ায়৷ ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন ছিল দেশের প্রথম কোনো নির্বাচন৷ শেখ হাসিনার আমলে সন্ত্রাসবিরোধী আইনের অধীনেজামায়াতে ইসলামী ও ইসলামী...