কোটা সংস্কার আন্দোলন চলাকালে নেতৃত্বদানকারী সমন্বয়করা জীবন হুমকির মুখে পড়লে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেওয়ার সময় একথা বলেন জুলাই আন্দোলনে এ সমন্বয়ক। চব্বিশের ১৮ জুলাইয়ের ঘটনা তুলে ধরে তিনি বলেন, সেদিন সারা দেশের সর্বস্তরের ছাত্রজনতা রাস্তায় নেমে আসে। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। “আমরা আন্দোলনের নেতৃবৃন্দ জীবনের হুমকির মুখে পড়ি এবং গ্রেপ্তার এড়াতে আমরা আত্মগোপনে চলে যাই। সেদিন সারা দেশে অনেক ছাত্রজনতা আহত ও নিহত হয়।” নাহিদ বলেন, “সেদিন রাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।...