নগরবাসীর অভিযোগ, ব্যাটারিচালিত রিকশার আকস্মিক ব্রেক, উল্টোপথে যাওয়া ও নির্দিষ্ট লেন না মেনে চলায় যানজটে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া, অনেকে ন্যূনতম বয়সসীমা না মেনেই এই বাহন চালাচ্ছে, যা আইনি প্রশ্নও তুলছে। রাজধানীর রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি ও মোটর লাগিয়ে বানানো অটোরিকশাগুলো মাত্র ৪০০-৫০০ টাকার বিনিময়ে সারাদিনের জন্য ভাড়ায় পাওয়া যায়। আর বড় অটোরিকশাগুলো ৬০০-৬৫০ টাকায় ভাড়া মেলে। তারা জানান, আগে গ্যারেজে রিকশা পড়ে থাকলেও চালক পাওয়া যেত না। কিন্তু এখন মহাজনের কাছ থেকে একটি অটোরিকশা ভাড়া নিতে অন্তত ১০-১২ জন প্রায়ই গ্যারেজে অপেক্ষায় থাকেন। অর্থাৎ রিকশার চেয়ে চালক বেশি হয়ে গেছে। রিকশাচালকেরা আরও জানান, নতুন বানানো ব্যাটারির রিকশাগুলো থেকে এক চার্জে দিনে সর্বোচ্চ ২৫০০ টাকার ভাড়া পাওয়া যায়। পুরোনো হয়ে এলে চার্জ কম থাকে।...