এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচে না নামার হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে চরম নাটকীয়তা শেষে টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামের পথে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে জানা যায়, আরব আমিরাত দল মাঠে পোঁছালেও পাকিস্তান দল হোটেলেই অবস্থান করছে। এর মধ্যে পাকিস্তান থেকে খবর আসে, জরুরি বৈঠকে বসেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সাড়ে ছয়টায়। তবে তা এক ঘণ্টা পিছিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে মীর সাংবাদিকদের বলেছেন, পিসিবি চেয়ারম্যান বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন। তাঁরা আলোচনার পাশাপাশি দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানো হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে কিছুক্ষণ আগে...