গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। রাশেদ দাবি করেন, এই মুহূর্তে দেশের কেউ নিরাপদ নয়। গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ বলেন, অভ্যুত্থানের সরকারের আমলে নুরুল হক নুরের মতো নেতাদের রক্তাক্ত করা হচ্ছে। এই সরকারকে কোনো ভাবেই জনগণের সরকার বলা যায় না। জনগনের নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছেড়ে চলে যান। নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দুঃখ প্রকাশ করেননি, এতেই বোঝা যাচ্ছে তার নির্দেশই হামলা করা হয়েছে। এ দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত।’ রাশেদ আরও বলেন, ‘হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। এ হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, খোদাবক্স...