দেশের সবচেয়ে বড় ও নামকরা সিনেমা হলমণিহারও বন্ধ হয়ে যাচ্ছে। ৪২ বছরের ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহটি ভেঙে সেখানে মার্কেট এবং আবাসিক হোটেল করার সিদ্ধান্ত নিয়েছেন হলটির মালিকপক্ষ। মণিহারের মালিক জিয়াউল ইসলাম মিঠু জানান, গত ঈদের পর বেশ মন্দা সময় পার করছেন তারা। সিনেমা না থাকায় এখন হলটিতে কলকাতার সিনেমা চালাতে হচ্ছে। তাতেও দর্শক মিলছে না। সিঙ্গেল হলটি ছাড়াও একটি মাল্টিপ্লেক্স হল ‘মণিহার সিনেপ্লেক্স’ থাকায় সেটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি বলেন, এখন তো ছবি নেই, ছবি না থাকলে হল কিভাবে চালাব। এখন কলকাতার ‘অভিমান’ সিনেমাটি চালাচ্ছি, যেটা এর আগে চারবার চালিয়েছি আর সিনেপ্লেক্সে চালাচ্ছি সালমান শাহের ‘বিক্ষোভ’ সিনেমাটি। এভাবে তো চালানো যায় না। তাই আমরা পরিকল্পনা করছি হলটি বন্ধ করে দেওয়ার। লোকসানের পাল্লা ভারী হতে হতে এখন হলের খরচ চালাতে...