চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।আরো পড়ুন:শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি ৪ কৃষকের পথচলাডাকসু নির্বাচন: ব্রেইল পদ্ধতিতেও ব্যালট পেপার ছাপানো হবে ডাকসু নির্বাচন: ব্রেইল পদ্ধতিতেও ব্যালট পেপার ছাপানো হবে এ সময় আকাশ দাশ গণমাধ্যমকে বলেন, “আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমি এ জন্য নির্বাচন করছি। এখানে ধর্ম বলে কথা নাই। আমাকে দেখতে হচ্ছে, আদর্শের ভিত্তিতে কারা এগিয়ে আছে? বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভাজন আছে। কিন্তু ছাত্রশিবিরকে কখনোই আমি এমন বিভাজনে দেখিনি।” তিনি বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে...