এ দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদি হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। ওই গ্রামের আলেক শাহর ছেলে। থানা সূত্রে জানা গেছে, মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে গতকাল বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবীজি (সা.) সম্পর্কে আপত্তিকর পোস্ট দেন। এর মাধ্যমে ইসলাম ধর্মকে অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনভূতিতে আঘাত করেছেন। এ ঘটনার পরপরই স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়। পরে তারা মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। তাৎতক্ষণিকভাবে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা থানায় যান। এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন আরেকটি পোস্ট দেন বলে জানা যায়। এতে...