মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বুধবার ঘোষণা করেছেন, চারটি ইরান-সমর্থিত মিলিশিয়াকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চারটি গ্রুপ হলো—হারাকাত আল-নুজাবা, কাতাইব সৈয়্যিদ আল-শহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-অওফিয়া এবং কাতাইব আল-ইমাম আলি। রুবিও বলেন, ‘এই মিলিশিয়াগুলো বাগদাদের মার্কিন দূতাবাস ও মার্কিন ও কোয়ালিশন বাহিনী স্থাপিত ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাধারণত তারা নিজেরাই না থেকে ফ্রন্ট নেম বা প্রক্সি গ্রুপ ব্যবহার করে নিজেদের সম্পৃক্ততা লুকানোর চেষ্টা করে।’ তিনি আরও জানান, এই ঘোষণাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও এর আঞ্চলিক প্রক্সিগুলোর রাজস্ব বন্ধ করতে সহায়ক। এর আগে মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয় চারজন ইরানি নাগরিক এবং হংকং ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ১৩টির বেশি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে। এদের...