পরদিন (২৮ আগস্ট) দণ্ডপ্রাপ্তরা সিলেট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল দায়ের করেন (আপিল মামলা নং ০৪/২০২৫)। এরপর গত ৩ সেপ্টেম্বর মামলার বাদী রিয়াদ আহমদ চৌধুরী আদালতে এসিল্যান্ডসহ পাঁচজনকে বিবাদী করে নিষেধাজ্ঞার মামলা (নং ১০৩/২০২৫) দায়ের করলে আদালত বিবাদীদের আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তহসিলদার নজরুল ইসলামের যোগসাজশে প্রতিপক্ষদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে এই মামলায় জড়ানো হয়েছে। সিনিয়র সহকারী জজ আদালতের রায় অনুযায়ী তারা বৈধভাবে ভূমির ভোগদখলে থাকলেও বেআইনিভাবে তাদের উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, আমি আদালত থেকে কোনো নোটিশ পাইনি। আপনার কাছ থেকেই প্রথম বিষয়টি জানলাম। আদালত থেকে নোটিশ এলে আমি যথাযথভাবে সাড়া দেব।মামলার বাদী রিয়াদ আহমদ চৌধুরী বলেন, আমার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে মামলা দায়েরের পর আদালত এসিল্যান্ডসহ পাঁচ...