সভায় তিনি জানান, আগামী অক্টোবরের মধ্যেই প্রাথমিকভাবে ২টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নাগরিক সমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠন কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক সময়ে খুলনা নগরীতে অর্ধশতাধিক নগর পরিবহন চলাচল করতো। তবে একে একে বন্ধ হতে হতে ২০২০ সাল থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর নগর পরিবহণ চালুর দাবিতে খুলনায় দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চলছিল। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ ও শিক্ষার্থীরা বারবার এ সেবা ফের চালুর দাবি জানিয়ে আসছিলেন। ২০২২ সালে আন্দোলনের চাপে মালিক সমিতির পক্ষ থেকে কিছুদিনের জন্য টাউন সার্ভিস চালু হলেও ইজিবাইক, মাহিন্দ্রা ও সিএনজি অটোরিকশার প্রতিযোগিতা এবং যাত্রী সংকটের কারণে অল্প সময়ের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। খুলনা মহানগরে যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণের অংশ...