জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। তিনি বলেন, জুলাইয়ে হাজারও মায়ের কোল খালি হয়েছে। আমাদের বাচ্চারা জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিল দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। সেজন্যই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। যাতে করে দেশে কোনো অবস্থাতেই আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার আজমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে চরমোনাই পীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় ঢাকা-১৮...