নোয়াখালীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেসরকারী কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা পরিবারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিগত সরকারের সময়ে শিক্ষাকে পণ্য হিসেবে বানিয়ে, পরীক্ষার ফলাফল বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষকবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে। আশা করি শিক্ষার সকল স্তরে সরকারি-বেসরকারি নির্বিশেষে বৈষম্যের অবসান হবে।” সভাটি জেলা সদর মাইজদীতে নবাব কনভেনশন হলে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী, মাধ্যমিক...