বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা মহানগরীর ব্যস্ততম শাপলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় শাপলা চত্বর, স্টেশন রোড, লালবাগ রোডসহ আশপাশের প্রধান ও বিকল্প সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন মারাত্মক ভোগান্তিতে পড়েন। সকাল ১১টার দিকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে নগরীর বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। পরে তারা কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর ও গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনে নেতৃত্ব দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিল্লাত হোসেন, শাওন হোসেন, আশিক আবরার ও মেহেদী হাসানসহ আরও...