ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাবাক শাহবাজি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। কুলিং ডিভাইস বা শীতলীকরণ যন্ত্রপাতি বসানোর ঠিকাদার পরিচয়ে শাহবাজি সার্ভার রুমসহ সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করতেন বলে অভিযোগ ছিল। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের সঙ্গে কয়েক দশক করে ছায়াযুদ্ধ চালানো ইরান গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ ও তাদের কার্যক্রমে সহায়তার অভিযোগে বহু মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকরের হার এ বছর আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। শিয়া...