পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বেলুচিস্তানের শেরানি জেলায় এই ঘটনা ঘটে। শেরানির ডেপুটি কমিশনার হাজরাত ওয়ালি কাকার জানিয়েছেন, এদিন সশস্ত্র অজ্ঞাত হামলাকারীরা দুটি পুলিশ স্টেশন ও একটি লেভিস স্টেশনে হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও দুই লেভিস সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, পুলিশ ও লেভিস সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং উভয় পক্ষের মধ্যে টানা তিনঘণ্টা গুলি বিনিময় হয়। এতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও এক পুলিশ সদস্য নিহত এবং দুই লেভিস সদস্য আহত হন। এছাড়া আরও এক লেভিস সদস্য নিখোঁজ রয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম আফতাব-উর-রহমান এবং আহত দুজন হলেন কালু খান ও আব্দুল ওয়াহিদ। তাদের কুয়েটার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ডিসি জানান, হামলাকারীরা রকেট লঞ্চার, স্নাইপার ও...