কক্সবাজারের টেকনাফে ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন মুহাম্মদ ইয়াসিন ও রহমত আলী। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার গাড়িও জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে ২ বিজিবির একটি টহল দল পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডের জাফর চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় প্রাইভেটকারে থাকা যাত্রীদের সন্দেহজনক আচরণ ও গতিবিধির কারণে গাড়ির ভেতরে তল্লাশি শুরু করেন। তল্লাশির পর প্রাইভেটকারের ভেতরে ২টি গ্যাস...