ঢাকা: পরিবারে পুরুষের পাশাপাশি নারী জেলেদেরও জেলে কার্ড দিতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, সরকারি তালিকায় নারী জেলের সংখ্যা মাত্র ৪ শতাংশ, অথচ পরিবারে মাছ ধরার কাজে নারীরাও যুক্ত।নারীদের কাজের স্বীকৃতি দিতে হবে, তাদেরও জেলে কার্ড পেতে হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, পুরনো আইনগুলো পুরুষকেন্দ্রিক। নারী জেলেরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলেদের পরিবার ব্যাংকের টাকা তুলতে পারে না, নারীরা বিধবা ভাতাও পান না-এসব সমস্যা সমাধানে নতুন মৎস্য আইনের খসড়ায় দৃষ্টি দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেকে প্রকৃত জেলে না হয়েও জেলে কার্ড নিয়েছেন। আমরা...