১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর গুঞ্জনের মাঝে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ। লাহোরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পিসিবির মুখপাত্র আমির মির জানান, ‘আলোচনা চলছে। চেয়ারম্যান মহসিন নাকভি সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম সেতুর সঙ্গে কথা বলছেন। একইসঙ্গে দুবাইয়ের সঙ্গেও অনলাইন আলোচনায় আছি। আপাতত পাকিস্তান-ইউএই ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, চেষ্টা চলছে যেন কিছু ‘সুখবর’ দেওয়া যায়। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন চেয়ারম্যান নাকভি নিজে। স্থানীয় সময় বিকেল ৫টায় হোটেল ছাড়ার কথা পাকিস্তান দলের। ছয়টায় হওয়অর কথা টস। কিন্তু পাকিস্তান দল হোটেল না ছাড়লেও সময় মতো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছে গেছে আরব আমিরাত দল। ম্যাচে...