জানা যায়, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১২১ কোটি টাকা ব্যয়ে মহিপুরে তিস্তা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে। তবে চলতি বছরের আগস্টে উজানের ঢলের কারণে বাঁধের নিচের মাটি ভেসে ব্লকগুলো ধ্বসে পড়ে। কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় রিপোর্ট লেখা পর্যন্ত ৬০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। মহিপুর এলাকার বাসিন্দা আফসারুল ইসলাম বলেন, “এই বাঁধের কোনো মা-বাপ নেই। দুই-তিন মাস ধরে নিচের ব্লকগুলো ধসে যাচ্ছে, কিন্তু কোনো উদ্যোগ দেখা যায়নি।” সেতু এলাকার বাসিন্দা আজিবর রহমান বলেন, “প্রথমে ছোট ফাটল দেখা দিয়েছিল। চার-পাঁচ মাস ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার তিস্তার পানি বাড়ায় বাঁধের বিশাল অংশ নদীতে বিলীন হয়ে গেছে।” লহ্মীটারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, “আমি যখন বাঁধের ক্ষতির বিষয়টি এলজিইডিকে জানিয়েছিলাম, তারা মেরামতের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন...