আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে কোন হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোন মানবতা বিরোধী অপরাধ করেননি। গতকাল ট্রাইবুন্যালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির উপর জেরাকালে তিনি এই মন্তব্য করেন।বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ জেরার সময় ট্রাইবুন্যালে উপস্থিত ছিলেন।মাহমুদুর রহমান শেখ হাসিনার আইনজীবীর বক্তব্য অসত্য উল্লেখ করে বলেন, তিনি জবানবন্দিতে যেমনটি বলেছেন জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী ১৪০০ লোক নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২০ হাজার। এই গণহত্যার কমান্ড রেসপনসিবিলিটি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও তাদের সহযোগিদের। এ কারণে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। মেখ হাসিনার আইনজীবী আরও বলেন, ১৫ বছরে ফ্যাসিবাদের কোন উত্থান হয়নি, বিচার বিভাগ কিংবা সামরিক বেসামরিক প্রশাসনে বা অন্য কোথাও কোন ধরনের অন্যায় অবিচার...