আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কিছু শক্তি এখনও নির্বাচন স্থগিত করার চেষ্টা চালাচ্ছে। তবুও অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৌনির সাতুরির নেতৃত্বাধীন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের (MEPs) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ড. ইউনূস বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি। রমজানের ঠিক আগে ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘তিন দশকেরও বেশি সময় পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের নির্বাচন শুরু হওয়ায় জনসাধারণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে উৎসাহ ক্রমবর্ধমান। ১৫...