কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের অনুমোদন ছাড়াই চট্টগ্রাম বন্দর দিয়ে ৯২৬ দশমিক ৬১ মেট্রিক টন ফেব্রিকস আমদানি করেছে ঢাকার পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স এনএইচ অ্যাপারেলস লিমিটেড। এলসিবিহীন বা ফ্রি অব কস্টে (এফওসি) আমদানি করা এসব ফেব্রিকস ইতিমধ্যে খালাস করেও নিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর আমদানিকারক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এ বিষয়ে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না; তার লিখিত ব্যাখ্যা সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট। তবে এখনও ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি। কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয় সূত্রে জানা গেছে, পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএইচ অ্যাপারেলস ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত ২৫২ দশমিক ৭২ মেট্রিক টন তৈরি পোশাক রফতানি করেছে। রফতানিকৃত তৈরি পোশাকে ব্যবহৃত ফেব্রিকসের পরিমাণ ২৯৫ দশমিক ৬৮...