‘একটাই ফাইনাল, জিততেই হবে’, বসুন্ধরা কিংস অধিনায়ক তপু বর্মন প্রত্যয়ী কণ্ঠে জানালেন চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রাখার আকাঙ্ক্ষা। মোহামেডানের অধিনায়ক মেহেদী হাসান মিঠু চান, গতবারের ব্যর্থতার মধুর প্রতিশোধ নিয়ে সাফল্যের উচ্ছ্বাসে ভাসতে। দুই দলের মরিয়া চাওয়ার মাঝে এক ম্যাচের এই শিরোপা লড়াই ঘিরে ছড়াচ্ছে রোমাঞ্চ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। গতবার মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে প্রথম আসরের ট্রফি উঁচিয়ে ধরেছিল কিংস। নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়নদের নিয়ে হচ্ছে এই ফাইনাল। এবার মোহামেডান খেলছে লিগ চ্যাম্পিয়ন হিসেবে, কিংস ফেডারেশন কাপ জয়ী। এ মাসের শুরুতে নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের প্রীতি ম্যাচ থাকায় দুই দলের অধিকাংশ খেলোয়াড় ছিলেন খেলার মধ্যে। তবে প্রাক মৌসুমের প্রস্তুতির বিচারে এগিয়ে কিংস। দলটি বরাবরই প্রস্তুতির শুরুটা করে...