বাংলাদেশে প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি’র প্রায় ৮০ শতাংশ অর্থ পণ্য, কার্য ও সেবা ক্রয়ে ব্যয় হয়। আর্থিক হিসাবে এর পরিমাণ বছরে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল অর্থ সুষ্ঠুভাবে ব্যয় দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) দেশে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) তথা সরকারি ক্রয়ব্যবস্থাপনা বাস্তবায়ন তদারকি করছে। দেশব্যাপী বিস্তৃত সকল সরকারি ক্রয়কে শতভাগ ই-জিপি আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এলক্ষ্যে বিপিপিএ সংশ্লিষ্ট কার্যক্রম ও সম্পদ পরিকল্পিতভাবে পরিচালনার করছে। সরকারি ক্রয়ে ডিজিটাল ব্যবস্থার অংশহিসেবে বিপিপিএ ২০১১ সালে ই-জিপি চালু করে। বর্তমানে ক্রয় পরিকল্পনা, প্রক্রিয়াকরণ থেকে শুরু করে চুক্তি ব্যবস্থাপনা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ই-জিপির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা একটি পূর্ণাঙ্গ অনলাইন সিস্টেম...