ছোট পরিসরের আলোচনায় সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ঢাকার গুলশানে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ পদ্ধতি চালু করতে চাইলে নির্বাচিত সংসদের মাধ্যমে করতে হবে। এদিন বিকালে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। বিকাল সাড়ে ৪টা থেকে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে প্রায় এক ঘণ্টা ধরে এ রুদ্ধদ্বার বৈঠক চলে। বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুনির...