পাবনায় হারবাল ওষুধের প্রচার ও প্রেসক্রিপশন নিষিদ্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ড্রাগ সমিতির সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই ঔষধ প্রশাসন অভিযান পরিচালনার জের ধরে পাবনা জেলায় সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ওষুধ ব্যবসায়ীরা। দোকান বন্ধ থাকায় জেলার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগীরা এখন নিত্যপ্রয়োজনীয় ওষুধের সংকটে রয়েছেন। জানা যায়, ওষুধ প্রশাসনের নির্দেশনায় হারবাল ওষুধের প্রচার, বিপণন ও চিকিৎসকদের প্রেসক্রিপশনে লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডাক্তার বা ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ড্রাগ সুপার তার অফিসিয়াল টিম নিয়ে হঠাৎ অভিযান পরিচালনা করেন। বিভিন্ন দোকানে গিয়ে ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্টের উপস্থিতি, ওষুধের মান ও সংরক্ষণ পরিবেশ পর্যবেক্ষণ করেন। অভিযানের সময় একাধিক দোকানে অনিয়ম ধরা পড়লে জরিমানা করা হয়েছে। ফার্মেসি মালিকরা...