এশিয়া কাপের উত্তেজনার মধ্যেই তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি। ম্যাচ রেফারিকে ঘিরে তীব্র অসন্তোষ থেকে হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের আজকের ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। নির্ধারিত সময়ে তারা মাঠে আসে না। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির নির্দেশে ক্রিকেটাররা মাঠে নামতে সম্মত হয়েছেন। এক ঘণ্টা পিছিয়ে গেল ম্যাচ:মূলত দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত সময় (বাংলাদেশ) রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। তবে টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটারদের হোটেল ছাড়তে নিষেধ করা হয়। ফলে নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে মাঠে পৌঁছায়নি তারা। এ কারণে খেলা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে নতুন সময় নির্ধারণ করা হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।আরো পড়ুন:‘বি’ ক্যাটাগোরিতে কত টাকা বেতন কমল বাবর-রিজওয়ানের?বড় পরিবর্তন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে: বাবর-রিজওয়ান নামলেন...