২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে বৈধ পথে ১৬৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যা ২০ হাজার ৪১০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, সেপ্টেম্বরের ১৬ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা আগের বছর একই সময়ের চেয়ে সাড়ে ২৮ শতাংশ বেশি। ২০২৪ সালে সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ২০ লাখ ডলার। সংশ্লিষ্টরা জানান, অর্থ পাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। চলতি অর্থবছরের আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার। ২০৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল...