চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছিল আওয়ামী লীগ। হিন্দুদের নিরাপত্তা দিবে বলে সব সময় সম্পদ লুটপাট করেছিল তারা।এখন লুটপাটকারীরা পালিয়েছে ৷ শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির আমলেই হিন্দুসহ সব সংখ্যালঘুরা নিরাপদ থাকে।আগেও তার প্রমাণ আছে। আগামিতেও বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুরা শতভাগ নিরাপদ থাকবে। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় যায় তখনই দেশের উন্নয়ন হয়। এজন্য একটি গোষ্ঠী বিএনপিকে হিংসা করে। জনগণ চাইলে বিএনপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ তাঁর গ্রামের বাসভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন...