ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ব্যালটে আগেই সিল থাকার অভিযোগ করা এক শিক্ষার্থী চারবার ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করেছিলেন। তার এ আচরণকে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিন সকাল আনুমানিক ১১টার দিকে টিএসসি কেন্দ্রের প্রধান ফোনে প্রধান নির্বাচন কমিশনারকে জানান, একজন ছাত্রী এক নম্বর টেবিল থেকে ব্যালট সংগ্রহ করে বুথে প্রবেশ করেন। প্রায় এক মিনিটের বেশি সময় পর তিনি বের হয়ে দাবি করেন, তার একটি ব্যালটে আগে থেকেই দুটি প্রার্থীর পক্ষে ক্রস চিহ্ন দেওয়া ছিল। ছাত্রীটি ওই ব্যালটে ভোট দিতে অস্বীকৃতি জানান। পরে উপস্থিত পোলিং...