আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারির মাধ্যমে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার যে বিধান কার্যকর হচ্ছে তাতে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়ার অভাবনীয় সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার বিকালে সিলেটে নতুন এই বিধান কার্যকর উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে। আইন উপদেষ্টা বলেন, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ নিস্পত্তি হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতার দ্বারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন। আসিফ নজরুল বলেন, আমি প্রায়ই...