ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়ায় ক্ষতিপূরণ দিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি শিকাগো বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছে, ইতোমধ্যেই কিছু ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছাতে শুরু করেছে।২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ফেসবুকের মাধ্যমে ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছিল। এই তথ্যগুলো মূলত রাজনৈতিক ও বিজ্ঞাপনমূলক কাজে ব্যবহার করা হয়েছিল। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এবং থার্ড পার্টির কাছে তথ্য যাওয়ার ওপর পর্যাপ্ত নজর রাখতে না পারায় ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বিরুদ্ধে অভিযোগ ওঠে।এরপর ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ক্যামব্রিজ অ্যানালিটিকা ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর, ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ৭২৫ মিলিয়ন ডলারে আপস করার সিদ্ধান্ত নেয়। এতে মামলাটি বিচার...