জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা, গুলিবর্ষণ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১নং সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক। সাক্ষীর জবাববন্দিতে তিনি জুলাই আন্দোলনের সূচনা, আন্দোলনকারীদের ওপর নির্যাতনের বর্ণনা, শহীদ পরিবারের আর্তনাদ এবং আন্দোলন দমাতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা দিয়ে গুম-খুন ও দমন-পীড়নের নানা চিত্র তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষীর জবানবন্দি দেন নাহিদ ইসলাম। সাক্ষীর জবানবন্দিতে এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের ১নং সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘আমি...