ভোলা সদর মডেল থানার চাঁদাবাজি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার সূত্র অনুযায়ী মো. শেখ ফরিদের নাতি মো. জিতুকে চুরির মামলার আসামি তালিকা থেকে বাদ দেয়ার কথা বলে টাকা দাবি করে মো. রাকিব ও হাসান মোনতাছির রহমান। এজাহারে বলা হয়, আসামিদের একাধিকবার বাড়িতে গিয়ে টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে বাদী শেখ ফরিদ তার ছেলে মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হোটেল নিরালয়ে টাকা দেয়। পরে আরও টাকা দাবি করলে বাদীর...