জানা যায়, উজানের ঢল আর কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের কারণে বিপদসীমা বাড়া কমা শুরু হয়েছে তিস্তার পানি। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোত বাঁধের গায়ে সরাসরি আঘাত করায় নতুন করে আবারও ধস দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, গত বছর থেকে শুরু হওয়া এই ভাঙ্গনে দফায় দফায় ভাঙছে সেতু রক্ষা বাঁধটি তারপরও মেরামতের কোন ব্যাবস্থা নেয়া হয়নি। ফলে হুমকির মুখে পরেছে মহিপুর সেতুসহ আশপাশের কয়েকটি গ্রাম। গংগাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘গত দুই বারের বন্যায় বাঁধের ক্ষতি হলেও কর্তৃপক্ষ কোনো সংস্কার কাজ করেনি। এবারের বর্ষায় পানি বাড়তেই একের পর এক সিসি ব্লক তলিয়ে যাচ্ছে। নিচে গভীর গর্ত তৈরি হয়ে ভাঙন আরও ভয়াবহ হচ্ছে।’ মহিপুরের এক কৃষক বলেন, ‘এই বাঁধ দ্রুত ঠিক করা দরকার। না হলে সেতু ভেঙে যেতে...