সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামুন্দো ও বৈকেরি নদীর বিভিন্ন খাল থেকে ছয় বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা বলে অভিযোগ উঠেছে। অপহৃতদের মধ্যে রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমান (৩২) নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে।তারা শ্যামনগরের কালিঞ্চি ও টেংরাখালী গ্রামের বাসিন্দা। অন্যান্য অপহৃতদের নাম জানা না গেলেও বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নৌকা মালিক মোশারফ হোসেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মামুন্দো নদীর মারডাঙ্গা খাল ও বৈকেরি নদীর হরিণটানা খাল সংলগ্ন এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নয় সদস্যের একটি সশস্ত্র জলদস্যু দল ভারতীয় একটি নৌযানে করে এসে মাছ ধরারত জেলেদের নৌকা থেকে তুলে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, জলদস্যুদের নাম ‘কাজল-মুন্না বাহিনী’। তারা নিজেদের ভারতীয় পরিচয় দিয়েছে। জিম্মি জেলেদের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন কয়েকজন...