ঢাকা:জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সংবিধানিক আদেশের মাধ্যমে এটি বাস্তবায়ন এবং গণভোটের আয়োজন করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে, দলটির নেতারা বলেছেন, এই আদেশ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়া উচিত এবং প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করা যেতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের ধারাবাহিক বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই অবস্থান তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং এ এইচ এম হামিদুর রহমান আজাদ। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি এখন ১৮ কোটি মানুষের দাবি। এই সনদটি নির্বাহী আদেশের মাধ্যমে জারি করা হোক এবং প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক। তবে, এই গণভোট অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে,...