গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের অভিযোগ উঠেছে এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনী তফসিল অনুযায়ি, এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলে জানা গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণ করেন।আরো পড়ুন:টানা ৩০ ঘণ্টা অনশনে তিন জবি শিক্ষার্থী অসুস্থচাকসু: ফয়জুন্নেছা হলে ১৪ পদে ১৪ মনোনয়নপত্র বিক্রি অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিএস পদপ্রার্থী আফসানা মিমি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে ক্লাসরুমে ভোট চাইতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন। নির্বাচনী আচরণবিধি ১০ (ঙ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারের জন্য কোথাও কোনো ধরনের ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করা যাবে না। অভিযুক্ত...