মাহসা আমিনির মৃত্যুর তিন বছর পর, ইরানে নারীরা তাদের স্বাধীনতা ও অধিকার পুনরুদ্ধারে এক নতুন যুগের সূচনা করেছে। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশ হিজাব আইন ভঙ্গের অভিযোগে ২২ বছর বয়সি কুর্দি-ইরানি তরুণী মাহসা আমিনিকে গ্রেফতার করে। গ্রেফতারের তিন দিন পর তার মৃত্যু ঘটে, যা ইরানে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। এই আন্দোলন ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে ইরানি সমাজে মৌলিক পরিবর্তনের দাবি তোলে। মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের নারীরা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য রাস্তায় নেমে আসে। তাদের সাহসী পদক্ষেপে হিজাব পরিধানের বাধ্যবাধকতা ভেঙে যায়। তেহরানসহ বিভিন্ন শহরে নারীরা প্রকাশ্যে হিজাব পরিধান না করে তাদের স্বাধীনতা প্রকাশ করতে থাকে। এটি একটি সামাজিক বিপ্লবের সূচনা করে, যা ইরানের নারীদের আত্মবিশ্বাস ও সাহসিকতার প্রতীক হয়ে ওঠে। এরপরই ইরান সরকার নতুন...