জুলাই সনদের আইনি ভিত্তি এখন ১৮ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।তিনি বলেন, এই দাবি আদায়ের জন্য জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে, যদি সরকার এই সনদ বাস্তবায়নে দেরি করে। যেকোনো দাবি আদায়ে বাংলাদেশের ঐতিহ্যই হলো আন্দোলন ও সংগ্রাম। বুধবার ( ১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রফিকুল ইসলাম খান তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টেনে বলেন, অতীতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন কীভাবে তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্ট ও সংবিধানে অন্তর্ভুক্ত হবে। কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবায়িত হয়েছিল। তিনি হুঁশিয়ারি দেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে দেরি করে, তাহলে জনগণ আবার রাজপথে নামবে, যা খুবই স্বাভাবিক। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান...