বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। তবে এর আগে হতে হবে গণভোট। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুলাই সনদ নিয়ে জনগণ ভিন্ন রায় দিলে কী হবে প্রশ্নে তিনি বলেন, জনগণের রায় মানতে হবে। তবে যারা জুলাই সনদের স্পিরিট ধারণ করবে না, জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, কমিশনের গঠন করা বিশেষজ্ঞ প্যানেল জুলাই ঘোষণার ২২ অনুচ্ছেদের ভিত্তিতে সংবিধান আদেশে সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। আমরা মনে করি, সেটা হলে ভালো। একই দিনে নির্বাচন ও গণভোট চাই না। গণভোট হতে হবে নির্বাচনের আগে। সাংবিধানিক আদেশ ও গণভোটের বিষয়টিতে আমরা একমত।...